নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান কেইপিজেডের লেকের পানিতে ডুবে সুমাইয়া শিমু বর্ষা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। চার ঘণ্টা চেষ্টার পর কিশোরীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কোরিয়ান কেইপিজেডের গলফ এরিয়ার পাশে ১৪নং সিকিউরিটি পোস্ট সংলগ্ন লেকে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া বৈরাগ ইউনিয়নের বদলপুরা গ্রামের মোস্তাফার মেয়ে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে রান্নার কাজের জন্য লাকড়ি সংগ্রহ করে কেইপিজেড সংলগ্ন কালামিয়া সর্দার বাড়ি লেকের পাশে যায় সুমাইয়া। বিকাল ৪টার দিকে লাকড়ি নিয়ে ফেরার পথে পা পিছলে লেকে পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস টিমের সহায়তায় রাত ৯টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, একটা শিশু লেকের পানিতে পড়ার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও আনোয়ারা ফায়ার সার্ভিস যৌথ অভিযান পরিচালনা করে। ৪ ঘণ্টার চেষ্টায় মেয়েটিকে পানির নিচে থেকে উদ্ধার করে বন্দর থানার এসআই রহিম মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
বিএসডি /এলএল