পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) পাবনার বেড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে
পাবনা প্রতিনিধি:
পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) পাবনার বেড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৬ জন ও নৌকার ১ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢালারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যার আওয়ামী লীগ প্রার্থী মো. কোরবান আলী সরদার, চাকলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস সরদার (ঘোড়া), রূপপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মোজাহারুল ইসলাম মোহন (আনারস), নতুনভারেঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবু দাউদ (আনারস), হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. হামিদ (আনারস), জাতসাখিনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ মানিক (আনারস) নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ইতিঃপূর্বে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মাসুমদিয়া ও পুরান ভারেঙ্গা ইউনিয়নে নৌকা মনোনয়ন পাওয়া দুইজন চেয়ারম্যান হন।
বিএসডি /আইপি