পাবনা প্রতিনিধি:
পাবনায় র্যাব-১২ এর অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত ২০ বছর যাবৎ পলাতক আসামী জামাল মন্ডল (৪২) গ্রেফতার ।
র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে ্তআজ রবিবার সকাল ৭টায় নারায়নগঞ্জের আজিবপুর শাহী মসজিদ মার্কেট এর সামনে থেকে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী জামালকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কোছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্ত্রী হত্যার দায়ে মাননীয় বিচারিক আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। আসামী জামাল মন্ডল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। দীর্ঘ ২০ বছর পর পলাতক থাকা অবস্থায় র্যাবের নিজস্ব সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয় ।
আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিএসডি/ এলএল