খেলাধূলা প্রতিনিধি:
শিরোপার দৌড়ে থাকা তো দূরের কথা চ্যাম্পিয়নস লিগ থেকেই ছিটকে পড়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
তবে এবার ঘরের মাঠে দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্সের শীর্ষ ক্লাবটি। তারা বোর্দোকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।
কিন্তু তাতে মন ভরেনি দলটির সমর্থকদের। জিতেও লিওনেল মেসি ও নেইমারের ভাগ্যে জুটল সমর্থকদের দুয়োধ্বনি।
ম্যাচের শুরু থেকে যখনই বল গেছে মেসি বা নেইমারের পায়ে, পুরো গ্যালারি একসঙ্গে দুয়ো দিয়েছে তাদের।
চ্যাম্পিয়নস লিগ থেকে আরও একবার দল আগভাগে বিদায় নেওয়ায় পিএসজি সমর্থকদের মনে জমে থাকা অনেক দিনের ক্ষোভ যেন বেরিয়ে এলো।
দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পেই শুধু সমর্থকদের রোষানলে পড়েননি। ফরাসি ফরোয়ার্ড আবারও পেলেন গোলের দেখা।
২৪ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। ৫২ মিনিটে নেইমার ব্যবধান দ্বিগুণ করার পর ৬১ মিনিটে বোর্দোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন লিয়ান্দ্রো পারেদেস। পোস্ট বাধা না হলে গোল পেতে পারতেন মেসিও।
এই জয়ের পর ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে নিরাপদেই শীর্ষে বসে আছে পিএসজি। দুইয়ে থাকা মার্শেইর ঝুলিতে রয়েছে ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট। সবার নিচে থাকা বোর্দো ২৮ ম্যাচ থেকে পেয়েছে ২২ পয়েন্ট।
বিএসডি/ এমআর