নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নতুন ব্রিজের সমীক্ষা করতে যান উপ-সহকারী প্রকৌশলী খালেদ হোসেন খাদেম। এসময় গিয়ে পুরাতন কাঠের ব্রিজ ভেঙে নদীতে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি।
সোমবার বিকালে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের আলাপুর এলাকায় করাঙ্গী নদীতে পড়ে তার আহত হন ওই প্রকৌশলী
গুরুতর আহত উপ-সহকারী প্রকৌশলী খালেদ হোসেন খাদেমকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডির) ডালিম হোসেন জানান, বিকালে এলজিইডির সহকারী প্রকৌশলী খালেদ হোসেন খাদেম করাঙ্গী নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণের জন্য সমীক্ষা করতে যান। নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে নদী পার হওয়ার সময় ব্রিজ ভেঙে তিনি নদীতে পড়ে যান।
তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের একটি হাসপাতালে পাঠানো হয়।