ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরসহ তিন পুলিশ সদস্য আহতের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া আহত পুলিশ সদস্যেরও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ধামরাই থানা পুলিশের পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া তাদের ইটপাটকেলের আঘাতে আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
তবে স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালামপুর বাজারে বিএনপি একটি মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয় ও তিনজনকে আটক করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
বিএসডি / এলএম