আন্তর্জাতিক ডেস্ক,
পেরুতে বাস খাদে পরে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কোটাবামবাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ২০০ মিটার নিচে পরে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। নিহতদের সবাই চীনা তামা উত্তোলনকারী কোম্পানি এমএমজি’র শ্রমিক বলে জানা গেছে। তবে চীন তাৎক্ষনিকভাবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
বিশ্বের তামা উত্তোলনকারী দেশগুলোর তালিকায় পেরুর অবস্থান দ্বিতীয়। লাস বামবাস দেশটির বড় তামার খনিগুলোর মধ্যে একটি। খনিটি কোতাবামবাস এবং পাশের একটি প্রদেশের মধ্যে পড়েছে। পেরুতে যানবাহন খাদে পড়ে দুর্ঘটনা বেশ পুরোনো।
এর আগে ২০১৮ সালে রাজধানী লিমার উত্তরে একটি যাত্রীবাহী বাস খাদ থেকে ৩২৮ ফুট নিচে পড়ে যায়। ওই ঘটনায় কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১৭ সালের নভেম্বরে আন্দিজ পর্বতমালার দক্ষিণাঞ্চলে সেতু থেকে বাস নদীতে পড়ে ২০ জনের মৃত্যু হয়।
বিএসডি/এএ