নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার গাবতলি উপজেলার মহিষাবান ইউনিয়নের শত বছরের পুরনো ‘পোড়াদহ মেলা’য় প্রতি বছর সারা দেশ থেকে আসে বড় বড় মহাবিপন্ন বাঘাইর মাছ। মহাবিপন্ন বাঘাইর প্রদর্শন ও বিক্রি বন্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
চিঠিতে বলা হয়, বাঘাইর মাছ একটি মহাবিপন্ন প্রাণী। তাই ৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় পোড়াদহ মেলায় মহাবিপন্ন বাঘাইর ক্রয়-বিক্রয় বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০০২ অনুযায়ী মেলায় মহাবিপন্ন বাঘাইর ক্রয়-বিক্রয় করা হলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান এবং মেলার আয়োজক মো. আব্দুল মজিদ মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি কয়েকদিন আগে চিঠি পেয়েছি। এরপর থেকে এই মেলায় যেন বাঘাইর মাছ বিক্রি না হয় সেই প্রচারণা শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘যারা সারা দেশ থেকে এই মাছ মেলায় আনেন তাদের নিষেধ করে দেওয়া হবে। মেলার আগে এই নির্দেশনা মাইকে প্রচার করা হবে এবং সেইসঙ্গে শাস্তিমূলক ব্যবস্থার কথাও প্রচার করা হবে।’
‘গত ২৫০ বছর ধরে প্রতি বছর সন্ন্যাসী পূজা উপলক্ষে এই মেলা হয়। বিভিন্ন জেলার মানুষ এখানে ওই দিন মাছ কিনতে আসেন। ২৫০ বছরে একবারও মেলা বন্ধ হয়নি। কিন্তু করোনার কারণে মেলা হওয়ার সম্ভাবনা খুব এবার কম,’ যোগ করেন তিনি।
বিএসডি/ এলএল