আন্তর্জাতিক ডেস্ক:
ইতিহাসের অন্যতম বৃহৎ আর্থিক দলিলপত্র ফাঁসের ঘটনা ‘প্যান্ডোরা পেপার্স’ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাজনীতিবিদ ও ধনকুবেরদের গোপন সম্পদ ও লেনদেনের যে তথ্য প্রকাশ করেছে, তাতে ৭০০-র বেশি পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে। তাদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যসহ বিরোধী অনেক রাজনীতিকের নামও রয়েছে।
সোমবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। এদিকে প্যান্ডোরা পেপার্সে নাম আসা পাকিস্তানিদের বিষয়ে যথাযথ তদন্তের ঘোষণা দিয়েছেন ইমরান খান।
ডনের প্রতিবেদন অনুযায়ী, প্যান্ডোরা পেপার্সে নাম আসা পাকিস্তানিদের মধ্যে দেশটির অর্থমন্ত্রী শওকত তারিন, সিনেটর ফয়সাল ভাওদা, পিএমএল-কিউ নেতা চৌধুরী মুনিস এলাহী, পিপিপি’র শারজিল মেমন, শিল্প ও উৎপাদনমন্ত্রী খসরু বখতিয়ারের পরিবারের সদস্য, পিটিআই নেতা আবদুল আলিম খান, এক্সাক্ট সিইও শোয়েব শেখ রয়েছেন।
এদিকে সোমবার এক প্রতিবেদনে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, প্যান্ডোরা পেপার্সে নাম আসা পাকিস্তানিরা গোপনে নানা প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি ডলারের মালিক হয়েছেন।
আলোচিত এই প্যান্ডোরা পেপারসে পাকিস্তানের কয়েকজন সামরিক কর্মকর্তার নামও এসেছে। ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান নিজে কোনো অফশোর কোম্পানির মালিক, এমন ইঙ্গিত প্রকাশিত কোনো নথিতে নেই। তবে ইমরান খানের সাবেক অর্থ ও রাজস্ববিষয়ক উপদেষ্টা ওয়াকার মাসুদ খানের ছেলের নাম নথিতে আছে।
এদিকে প্যান্ডোরা পেপার্সের মাধ্যমে পাকিস্তানিদের আর্থিক অনিয়ম তুলে ধরার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ইমরান খান। গোপন এই নথি প্রকাশের পরপরই রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্যান্ডোরা পেপার্সের এই গোপন নথি প্রকাশকে আমরা স্বাগত জানাচ্ছি। এর মাধ্যমে অসৎ উপায়ে ধনী হওয়া দুর্নীতিগ্রস্ত পাকিস্তানিদের নাম পাওয়া গেল।
অপর এক টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘প্যান্ডোরা পেপার্সের নথিতে নাম আসা পাকিস্তানের সকল নাগরিকের বিরুদ্ধেই অনিয়মের তদন্ত করবে আমার সরকার। তদন্তে দোষী প্রমাণিত হলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকটের মতোই গুরুত্ব দিয়ে এই সংকট মোকাবিলা করতে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, প্যান্ডোরা পেপার্সের মাধ্যমে এ যাবতকালের অন্যতম বৃহৎ আর্থিক দলিলপত্র ফাঁসের ঘটনায় বিশ্বের বড় বড় নেতা, রাজনীতিবিদ, ধনকুবেরসহ সরকারি কর্মকর্তাদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য বেরিয়ে এসেছে।
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার- এমন আরও অনেক নেতার গোপন সম্পদের তথ্য এতে প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এসব দলিলপত্রে প্রায় ৩৫ জন বর্তমান ও সাবেক নেতা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার নাম রয়েছে- যারা বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট।