আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার সাবেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজায়িকে অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে তাকে সর্বোচ্চ অর্থনৈতিক সমন্বয় কাউন্সিলের সচিবের দায়িত্বও দেয়া হয়েছে। ইরানে গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রায়িসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহসেন রেজায়ি। এই নির্বাচনে তিনি প্রায় ১২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন।
উল্লেখ্য, ইরানে কয়েকজন ভাইস প্রেসিডেন্ট থাকেন। তবে তাদের মধ্যে মূল ক্ষমতার অধিকারী হন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন তিনি। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আগেই নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ মুখবের।
এদিকে ইরানের পার্লামেন্ট গতকাল বুধবার ইব্রাহিম রাইসির মন্ত্রিপরিষদের মনোনয়নগুলোর অনুমোদন দিয়েছে। আইনপ্রণেতারা মন্ত্রী পদে রাইসির দেওয়া ১৯ প্রার্থীর মধ্যে একজনকে ছাড়া বাকি সবার ব্যাপারে সম্মতি দেন। কেবল শিক্ষা মন্ত্রণালয়ের জন্য দেয়া নামটি তারা বাদ দেন। ফলে প্রেসিডেন্ট রাইসিকে সেই পদের জন্য নতুন কাউকে পছন্দ করতে হবে।
ইব্রাহিম রাইসি একটি কঠিন আর্থ-সামাজিক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছেন। ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরানের ওপর কড়া আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ওপর করোনার ধাক্কায় দেশটির অর্থনীতি ব্যাপকাকারে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে এখন করোনার পঞ্চম ঢেউ চলছে।
বিএসডি/এএ