আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রুশ বাহিনীর হামলার ২৮তম দিন আজ। এই সময়ে রুশ বাহিনীর হামলা চালিয়ে বেশ কয়েকটি শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া অবরুদ্ধ করে রেখেছে কয়েকটি শহর। তার মধ্যে একটি হচ্ছে চেরনিহিভ।
চেরনিহিভ মেয়র ভ্লাদিস্লাভ আত্রোশেঙ্কো স্থানীয় মিডিয়াকে বলেছেন, রুশ হামলা শুরু হওয়ার পর থেকে এখানে প্রতিদিন ৪০ জনকে দাফন করা হয়। খবর আলজাজিরার।
মেয়র বলেন, রুশ সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক, হাসপাতাল এবং স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। তারা শহরটিকে প্রায় ঘিরে ফেলেছে। রুশ বাহিনী হামলা করে বিদ্যুৎ ও পানি সরবরাহ ধ্বংস করেছে।
তিনি আরও বলেন, যুদ্ধের আগে, আমরা সাধারণত প্রতিদিন আটজনকে কবর দিতাম।
ভ্লাদিস্লাভ আত্রোশেঙ্কো বলেন, শুধু অল্প কিছু স্বেচ্ছাসেবক শহরের হাসপাতালে শত শত আহত ইউক্রেনীয়দের জন্য ওষুধ আনতে পানিবদ্ধ এলাকা পার হয়ে শহরে যাতায়াত করছে।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়।
বিএসডি/ এমআর