ক্রীড়া ডেস্ক,
সর্বশেষ সিরিজে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি খাইয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বিশাল ৪-১ ব্যবধানে। তবে এই মুহূর্তে ওই স্মৃতি টাইগারদের জন্য অতীত ঘটনা। সামনেই বাংলাদেশ দলের নতুন মিশন। অস্ট্রেলিয়ার পর এবার পালা নিউজিল্যান্ডের। আগামী ১লা অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজই প্রথম দলীয় অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ ও সফররত নিউজিল্যান্ড দল। মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, আমিনুল ইসলাম বিপ্লবরা অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও এবার ফিরেছেন দলে।
গতকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন তারা। যদিও এখনো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি যুক্তরাষ্ট্র থেকে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরা সাকিব আল হাসান। সাকিবের তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল শুক্রবার। সবকিছু ঠিক থাকলে আজ অনুশীলনে নামবেন বাংলাদেশের এ বিশ্বসেরা অলরাউন্ডার।
গতকাল অনুশীলনের শুরুতে শিষ্যদের করণীয়টা বুঝিয়ে দেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পরে নিজ বিভাগের দায়িত্ব নিয়ে ব্যস্ত হন বাংলাদেশ দলের ক্যারিবীয় পেস বোলিং কোচ ওটিস গিবসন, লঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও প্রোটিয়া ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের পেসারদের নৈপুণ্যও ছিল দুর্দান্ত। সিরিজে ৭টি উইকেট নেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। এক ম্যাচে সুযোগ পেয়ে তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন নেন তিন উইকেট। সিরিজ জুড়ে অজি ব্যাটসম্যানদের কাছে আতঙ্ক হয়ে ওঠা মোস্তাফিজের ইকোনমি রেট ছিল মাত্র ৩.৫২। নিউজিল্যান্ডের বিপক্ষে মিশন সামনে রেখে গতকাল শিষ্যদের নিয়ে গভীর সময় কাটান বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। গতকাল টেপ পেঁচিয়ে সাদা ক্রিকেট বলে অনুশীলন করেন ২০ বছর বয়সী পেসার শরিফুল।
বিএসডি/এএ