বিপিএলের আগামী আসরের ড্রাফটে খেলোয়াড় ডাকার প্রথম সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুযোগ কাজে লাগিয়ে তারা দলে নিয়েছে লিটন দাসকে। প্রথম ডাকে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েছে ঢাকা।
সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ড্রাফট।
কুমিল্লা প্রথম ডাকেই টেনেছে উইকেটরক্ষক-ব্যাটার লিটনকে। পরে তারা যুক্ত করে পেসার শহিদুল ইসলামকে। বিসিবি তত্ত্বাবধানে থাকা ফ্র্যাঞ্চাইজি ঢাকা বাঁহাতি ওপেনার তামিমের পর নিয়েছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। সিলেট সানরাইজার্স প্রথম দুই ডাকে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুনকে। খুলনা টাইগার্স শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকারকে দলে অন্তর্ভুক্ত করেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়েছে শরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুবকে। ফরচুন বরিশাল টেনেছে নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্তকে।
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। খেলা হবে তিনটি ভেন্যুতে- ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী এবং সাবেক চ্যাম্পিয়ন রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই এবার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল।
বিএসডি/ এলএল