নিজস্ব প্রতিবেদক:
ভ্যাপসা গরমে অতিষ্ঠ পরিবেশ। পানির কল ছাড়া যাচ্ছে না চাবি না থাকায়।
প্রধান শিক্ষক ছুটিতে যাওয়ার সময় পানির মোটরের কক্ষের চাবি নিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপের পূর্ব পাঁচরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
নাম প্রকাশ না করে একজন অভিভাবক জানান, করোনার কারণে অনেক দিন স্কুল বন্ধ ছিল। এখন স্কুল খোলায় সন্তানরা খুশি। কিন্তু স্কুলে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছে তারা। খাওয়ার পানি, হাত ধোয়ার পানি বন্ধ। মোটরের চাবি নাকি প্রধান শিক্ষকের কাছে।
যোগাযোগ করলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ বলেন, প্রধান শিক্ষককে ফোন করেছিলাম। তিনি নিজে এবং সন্তান অসুস্থ বলে জানিয়েছেন। বলেছেন তালা ভেঙে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
এক প্রশ্নের উত্তরে আবু আহমেদ বলেন, স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধান শিক্ষকের দূরত্ব তৈরি হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিগগির বৈঠক করবেন।
বিএসডি/আইপি