বিনোদন ডেস্ক:
গত ৪ বছর ধরে ওমানে প্রবাসী বাংলাদেশি তরুণ ইউসুফ রায়হান। সেখানে কাজ করার পাশাপাশি নিয়মিত সংগীত সাধনাও করে যাচ্ছেন তিনি। এর আগেও বেশ কিছু গান-ভিডিও প্রকাশ করেছেন। তবে এবার বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসে থাকা বাংলাদেশিদের অনুভূতি নিয়ে গান করেছেন তিনি।
গানটির শিরোনাম ‘দূর প্রবাসে’। এটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে আকাশ মাহমুদ। গানটির কথায় জোরালোভাবে ফুটে উঠেছে প্রবাসে থাকা শ্রমিকদের কষ্টের কথা। যারা নিজের পরিবারকে সুখী করতে গিয়ে সেখানে অনেক সংগ্রামের দিন কাটান।
অডিওর সঙ্গে মিল রেখেই করা হয়েছে গানটির ভিডিও। এতে অভিনয় করেছেন প্রীতম খান, সিনহা নূর, কামরুল ইসলাম, আইয়ুব আলী খান ও সাগর মাহমুদ সানী। ভিডিও পরিচালনা করেছেন কামরুল ইসলাম।
গানটি নিয়ে ইউসুফ রায়হান বলেন, ‘প্রবাসে থেকে মানুষ কি পরিমাণ কষ্ট করে, ত্যাগ স্বীকার করে তা মুখে বলে বোঝানো যাবে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি এ জীবনটা অনেক যন্ত্রণার। তারপরও বাবা-মা-বউ-সন্তানের সুখের আশায় সবাই বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দেয়। সেই বিষয়গুলোই আমি গানটিতে তুলে ধরেছি। আমার বিশ্বাস প্রতিটা প্রবাসী গান-ভিডিওটি পছন্দ করবেন।’
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইউটিউবে নিজ নামে খোলা ইউটিউব চ্যানেলে ‘দূর প্রবাসে’ গানটির ভিডিও উন্মুক্ত করবেন ইউসুফ রায়হান।
বিএসডি/জেজে