নিজস্ব প্রতিবেদক:
করোনার কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আজ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হচ্ছে। তবে প্রায় দুই বছর পর প্রাথমিকের পূর্বের স্তর তথা প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হবে আগামী ২০ মার্চ।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন-২০২২ প্রকাশ করেছে, যা ২ মার্চ থেকে কার্যকর হবে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৯টা থেকে প্রথম শিফট এবং বেলা ১২টা থেকে বিদ্যালয়ের দ্বিতীয় শিফটের কার্যক্রম শুরু হবে। প্রথম শিফট বেলা ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ৪টা ১৫ মিনিট পর্যন্ত কার্যক্রম চলবে।
প্রতি শিফটের আগে ১৫ মিনিট করে বিদ্যালয় প্রস্তুতি ও কোভিড সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। আর প্রতি শিফটের শেষে ১৫ মিনিট করে শিখন ঘাটতি পূরণে সময় দিতে হবে।
বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তামূলক শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় অধিদপ্তর।
বিএসডি/ এলএল