নিজস্ব প্রতিবেদক
বগুড়া শহরের কামারগাড়ী এলাকায় ডোপ টেস্টের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রাসেল মাহমদ (২৫) নামে এক কম্পিউটার ও ফটোকপি দোকানের মালিককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় ডোপ টেস্টের ভুয়া রির্পোটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদ গাইবান্ধার সাপমারা গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, সরকারি আজিজুল হক কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীরা মাদক গ্রহণ করে কি না তা নিশ্চিত করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কামাড়গাড়িতে কিছু অসাধু কম্পিউটার ও ফটোকপি দোকানদার সরকারি হাসপাতালের নাম ব্যবহার করে ডোপ টেস্টের ভুয়া রিপোর্ট তৈরি করে দিচ্ছে বলে খবর পায় র্যাব। এর জন্য ফি নেয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার রাসেলের কাছ থেকে ডোপ টেস্টের ২২-২৩টি ভুয়া রিপোর্ট পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএসডি/এমএম