নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুরের সালথায় লাভলু শেখ (৩৫) নামের এক চালককে হত্যা করে তার ব্যাটারী চালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের ডাঙ্গী জয়কালী এলাকার মেল মাঠ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত লাভলু ফকির মীরকান্দী গ্রামের হোসেন ফকিরের ছেলে। তিনি প্রায় ৭ মাস আগে ব্যাটারী চালিত ভ্যান কিনেন। সেটি পুটিয়া-জয়কালী-আগঘর এলাকায় ভাড়ায় চালিয়ে সংসার চালাতেন।
নিহতের স্ত্রী হনুফা বেগম বলেন, সোমবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে ভ্যানগাড়িটি নিয়ে বের হন। রাতে না ফেরায় তাকে আশেপাশে খোঁজ করা হয়। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে ৭টার দিকে খবর পাই যে, তার লাশ ডাঙ্গী জয়কালী মেল মাঠে পাওয়া গিয়েছে। নিহতের পিতা হোসেন ফকির বলেন, লাবলু শেখ খুবই নিরীহ প্রকৃতির ছিলেন। জানামতে তার কোন শত্রু ছিল না। সম্ভবত ভ্যানটি ছিনতাইয়ের জন্যই এমন নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আসল খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লাভলু ফকিরের গলায় পাটের রশি পেঁচানো। ঘটনাস্থলে পৌছে হত্যার প্রাথমিক আলামত উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এর সাথে জড়িত। যারা এভাবে ভ্যান ছিনতাইয়ের পরে তাদের চক্রের অন্য সদস্যদের মাধ্যমে সেটি বিক্রি করে দেয়। সামান্য এই ভ্যানের জন্য তারা খুন করতেও দ্বিধা করেনা।
আরও পড়ুন : নরসিংদীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থানে গিয়ে লাশটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ভ্যানচালক লাবলুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
বিএসডি/আইপি