নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে দুজন ও উপসর্গে ছয়জন রয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৩ জন।
একই সময়ে ২৭১ নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৬১। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৩৫৩ জনে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে সোমবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানা গেছে। মৃত আটজনের মধ্যে ফরিদপুরের তিনজন, রাজবাড়ীর তিনজন, মাদারীপুরের একজন এবং মাগুরার একজন রয়েছেন।
জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৬২ জনের মধ্যে ভাঙ্গায় তিনজন, বোয়ালমারীতে তিনজন, নগরকান্দায় চারজন, মধুখালীতে তিনজন, সদরপুরে ছয়জন, চরভদ্রাসনে একজন, সালথায় একজন এবং ফরিদপুর সদরে ৪১ জন রয়েছেন। বাকি দুজন শনাক্ত হয়েছে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার (২৩ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১২৫ জন। এর মধ্যে করোনার রোগী ৭৭ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন।
বিএসডি/আইপি