ক্রীড়া ডেস্ক,
গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভাংচুর করা হয়েছে কয়েকটি বাড়ি-ঘর।
সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফায় সদর উপজেলার ফকিরকান্দি ও ইসলামপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম এ সংঘর্ষে পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেশ কিছু দিন আগে ফুটবল খেলা নিয়ে ফকিরকান্দি ও ইসলামপাড়ার কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ওই দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
রাতেও থেমে থেমে এ সংঘর্ষ চলতে থাকে। এতে উভয় পক্ষে ২০ জন আহত হয়। এসময় বেশ কয়েকটি বাড়ি-ঘরও ভাংচুর করা হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ডিবি পুলিশের এএসআই মনিরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করে সংঘর্ষকারীরা। পরে মারাত্মক আহত এই পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকী আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।
খবর পেয়ে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। এলাকার পরিস্থিতি থমথমে থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিএসডি/এএ