আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সোকোতোতে বন্দুক হামলায় ১৫ জন নিহত হয়েছেন। দেশটির সন্ত্রাস কবলিত উত্তরপশ্চিমাঞ্চলে বন্দুকধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী, তার মধ্যেই ঘটল এই হামলা।
সোকোতো প্রদেশের গভর্নর আমিনু ওয়াজিরি বার্তাসংস্থা রয়টার্সকে এ সম্পর্কে বলেন, গত রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সোকোতোর ইল্লেলা ও গোরোনিও শহরে হামলা ও লুটপাট করেছে দুষ্কৃতিকারীরা। এসময় তাদের গুলিতে ইল্লেলা শহরে ১৩ জন ও গোরোনিও শহরে ২ জন মারা গেছেন।
গভর্নর আরও বলেন, ডাকাত থেকে সন্ত্রাসীতে ‘উন্নীত’ হওয়া দুষ্কৃতিকারীরাই এই হামলা-লুটপাট-হত্যার জন্য দায়ী। গত মাসেও সোকোতোতে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় ৪৩ জন নিহত হয়েছিলেন বলে জানান তিনি।
চলতি বছর পুরো উত্তরপশ্চিম নাইজেরিয়া জুড়ে শত শত মানুষ অপহরণ ও হত্যার শিকার হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করতে ওই অঞ্চলে কঠোর অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি সোকোতোতে সাম্প্রতিক এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, সেনাবাহিনীর উচিত সন্ত্রাসীদের দমনে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা।
এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘সাধারণ বেসামরিক মানুষের ওপর যারা উপর্যুপরি হামলা চালিয়ে যাচ্ছে, সরকার তাদের সমুচিত জবাব দেবে।’