বেনাপোল প্রতিনিধি:
“বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ ” এর উদোগে আজ ৩১ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বেনাপোল পৌর বিয়ে বাড়িতে।
অনুষ্ঠিত এই স্মরনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের উচ্চশিক্ষা পর্ষদের ভূতপূর্ব প্রধান ও রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. প্রবিত্র সরকার। প্রধান বক্তা ছিলেন বিশিস্ট ইতিহাসবিদ অধাপক সৈয়দ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ড. শওকাত আরা হোসেন, দাড়কাক সম্পাদক কবি সজীব পুরোহিত, ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা।
রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. প্রবিত্র সরকার বলেন, ১৫ আগস্টে জাতীর জনকের কন্যাকে হত্যার চেষ্টা করা হয়। তার পিতা বঙ্গবন্ধু না থাকলে আজ বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ’র পাশে ছিল ভারত।
বিএসডি/ এমআর