পর্যটন ডেস্ক,
বিশ্বে বিলুপ্ত হতে যাওয়া প্রাণির মধ্যে স্টাম্প ম্যাকাক অন্যতম। ছোট লেজওয়ালা এ বানর এখন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি রয়েছে।
সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে প্রাণিটিকে এখানে আনা হয়। মাদী এই প্রাণিটি দেশে দ্বিতীয়টি নেই বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, সম্প্রতি শ্রীমঙ্গলে দেখা মেলে ম্যাকাকটির। সেখানকার স্থানীয় বন বিভাগ বানরটি মিনি পার্কে অননুমোদিতভাবে রাখা অবস্থায় উদ্ধার করে। পরে গত ১৭ আগস্ট এটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে আনা হয়। দেশে একটাই আছে এই প্রাণি। ভারতের আসাম থেকে প্রাণিটি বাংলাদেশে এসেছে বলে বন বিভাগের ধারণা।
তিনি বলেন, ছোট লেজওয়ালা ম্যাকাকের শরীর লম্বা। গায়ে বাদামি পশম। সেই পশম সাধারণ বানরের চেয়ে কিছুটা লম্বা। মুখ এবং লেজ পশমহীন। জন্মানোর সময় গায়ের রঙ সাদা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বল গোলাপি কিংবা লাল হয়। মুখ বাদামি কিংবা কালো হয়।
তবিবুর রহমান বলেন, উপ-গ্রীষ্মমন্ডলীর চিরহরিৎ বনে বিভিন্ন উচ্চতার আবাসস্থলে ম্যাকাক পাওয়া যায়। এরা সাধারণত মাটিতে ভ্রমণ করে। কারণ গাছে বিচরণ করতে পারে না। চিতাবাঘ বা শিকারির হাত থেকে রক্ষা পেতে বড় বড় গাছে চড়ে বসে। তবে সাঁতার জানে না। খাদ্যের মধ্যে সাধারণত পাকা কলা, গাজর, শসা, বরবটি অন্যতম। এছাড়াও পোকামাকড় খেয়ে থাকে। ম্যাকাককে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এটি সুস্থ এবং স্বাভাবিক চলাফেরা করছে বলে জানান তবিবুর রহমান।
বিএসডি/আইপি