নিজস্ব প্রতিবেদক,
এস.এস.সি ৯২ ব্যাচের বন্ধুদের নিয়ে গড়ে ওঠা বন্ধু সংগঠন ”ক্লাব ৯২/৯৪” এর সদস্য সংখ্যা বিশ হাজার পূর্ণ হওয়ায় ”সম্পর্ক ৯২” এর এডমিন ও ক্লাব ৯২/৯৪ এর অন্যতম বন্ধু সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক বর্তমান সময়ের বিশেষ প্রতিনিধি মোঃ মাসুদ হোসেন ”ক্লাব ৯২/৯৪” এর সকল বন্ধুদেৱ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মাসুদ হোসেন বলেন, ক্লাব ৯২/৯৪ এর সকল এডমিন , সন্মানিত মডারেটর সহ গ্রুপে সংযুক্ত সকল বন্ধু সদস্যদের ভালবাসা ,আন্তরিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে। বন্ধুদের পরস্পর সহযোগিতার হাত এবং সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করতে আগামীতেও এভাবেই কাজ করে যাবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন , শুভেচ্ছা জানাই সেসব বন্ধুদের যারা শুরু থেকে অদ্যবধি এ সংগঠনটিকে বাংলাদেশের জনপ্রিয় ও বিশ্বস্ত বন্ধু সংগঠনে পরিণত করেছেন । বন্ধুদের আবেগ- অনুভুতির এই সংগঠনকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং একটি উন্নত সামাজিক সম্পর্কের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে ”ক্লাব ৯২/৯৪” ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আর এ স্বপ্নের নেপথ্যে কারিগর বিশেষ করে জিয়া, করিম, শাহরিয়ার ,শ্রাবণী, স্বর্ণা, সহ সকল-দায়িত্বশীলদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
বিএসডি/এমএম