বিনোদন ডেস্ক:
বাংলাদেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ চলে গেলেন। এদেশের প্রায় সকল শিল্পীর সঙ্গে যার পারিবারিক সম্পর্ক। এক দারুণ আত্মার বন্ধন। এদিকে হাসান আরিফের অসুস্হতার পর থেকে সার্বক্ষণিক দেখভাল, শিল্পীর সঙ্গে নিবিড় সম্পর্কের সূত্রেই মুমূর্ষূ অবস্হায় আবেগঘন কিছু কথা লেখেন সংবাদব্যক্তিত্ব মুন্নী সাহা। হাসান আরিফের প্রয়াণে সেই কথাগুলোই তুলে ধরা হলো পাঠকদের জন্য।
— তুলি আপা কানের কাছে মুখ রেখে মোটামুটি জোরেই ডাকছে—ভাই, ভাই, ভাইরে… আরিফ…দেখো মুন্নী আপা এসেছে, আহকাম ভাই এসেছে।
আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ তার চর্চিত কণ্ঠে ডাকলেন, ‘আরিফ ভাই, আরিফ ভাই!
কোনো সাড়া নেই, শব্দ নেই।
আমাদের সবার প্রিয় হাসান আরিফ, বাংলাদেশের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, মিছিলের মুখ হাসান আরিফ, কবিতার স্বর-প্রতিবাদের ঝড় হাসান আরিফ, শহীদ মিনারের শোক মিছিলের পোস্টার, টিএসসি’র লাগাতার চা হাসান আরিফ যেন ৪ মাসের ভয়াবহ লড়াইয়ে পরে শান্িতর ঘুমে হাসান আরিফ।
চিকিৎসকেরা বলছেন, ‘ডিপ কোমা!’ ভাইকে নিয়ে শক্ত লড়াইয়ে আরো শক্ত বোন তুলি। পিঠাপিঠি ভাইবোনের খুঁনসুটির সব মিষ্টি মেমোরি ভুলতে বসেছে। মানতে নারাজ ভাই তার ডিপ কোমায়। পায়ের তলায় নখ দিয়ে স্পর্শ করলে আরিফ পা’টা নাড়ে। শক্ত করে হাতটা চেপে ধরলে, একটু ঝাকুনি দেবার মতো রিফ্লেক্স দেয়, তাইলে চোখ মেলে না কেন? ডাকলে শুনছে না কেন? কেনই বা সারা গায়ের চামড়া ফেটে ফেটে জল বেরুচ্ছে?
মেডিক্যালের এমনি ক্রিটিক্যাল অবস্হায় ছোট্ট বেলার সেই খুঁনসুটি করা, দুষ্টুমি করা ছোট বোনটিই সিদ্ধান্ত দেবার দরজাটা ধরে দাঁড়িয়ে! আর আমরা আরিফের ছোট-বড় বন্ধুরা এ সিদ্ধান্তটি প্রকৃতির কাছে চাইছি, মহাশক্তির কাছে চাইছি। শুনেছি, মহাশক্তির প্রকৃতি নাকি উদার!
বিএসডি/ এমআর