মাভাবিপ্রবি প্রতিনিধি
১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় মাভাবিপ্রবির প্রশাসনিক ভবনে পতাকা উত্তোলন , জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় মাভাবিপ্রবির মাননীয় উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যয়’৭১ এ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দলে দলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষকমন্ডলীগণ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন ক্লাব পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় (৯ঃ৩০) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ থেকে ‘বেশি বেশি ভ্রমণ করি, মাদক কে নিরুৎসাহিত করি’ এই স্লোগানকে সামনে রেখে একটি বিজয় রাইডের আয়োজন করা হয়।
বিজয় রাইডটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো টাঙ্গাইল শহর প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।
এছাড়াও উক্ত দিবসে বিশ্ববিদ্যালয়ের সি আর সি ক্লাব সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আহারের ব্যবস্থা করে। পরবর্তীতে বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশের জনগণকে একযোগে শপথ বাক্য পাঠ করার কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ক্লাব ধ্রবতারা, নৃত্যধারা ও সিডিসির সমন্বয়ে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান।
সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে পালিত হয়।
এসএ