নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিভিন্ন জেলা বারের আইনজীবীদের নিয়ে ‘বাংলাদেশ আইনজীবী সমিতি’ নামে একটি অরাজনৈতিক সমিতির পথ চলা শুরু হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই সমিতি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন আইনজীবী সমিতি থেকে প্রায় ১০০ জন আইনজীবী যোগদান করে।
অনুষ্ঠানটি সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এসময় সমিতির আজীবন সদস্যরা গঠনমূলক বক্তব্য রাখেন। এছাড়া গান-আড্ডার মাধ্যমে অনুষ্ঠান উপভোগ্য করে তোলা হয়।
সমিতির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মো. রোকনুজজামান বলেন, সারা বাংলাদেশের আইনজীবীদের সৌহার্দ্য ও ভালোবাসা বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আইনজীবী সমিতির পথ চলা শুরু হলো।
তিনি বলেন, সমিতির প্রধান উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রতি ও ভালোবাসা বৃদ্ধি করা, একে অপরের পাশে দাঁড়ানো। পেশাগত মান উন্নয়ন ও সমস্যা সমাধানেও বাংলাদেশ আইনজীবী সমিতি কাজ করে যাবে। সমিতির রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান আছে, এছাড়া সমিতির নিজস্ব সংবিধান তৈরির কাজও এগিয়ে চলছে।