নিজস্ব প্রতিনিধি,
কাল জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হতে যাচ্ছে নিষেধাজ্ঞা থেকে ফেরার পর সাকিবের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলে সাকিব এর মধ্যেই বোলিং ও ব্যাটিংয়ের ছন্দ খুঁজে পেয়েছেন। এমন সময় সাকিবকে দলে পাওয়ায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বেশ খোস মেজাজে আছে ৷
তবে অভিজ্ঞদের না থাকা তরুণদের জন্য বড় সুযোগ মনে করেন মাহমুদউল্লাহ, ‘আমরা অবশ্যই তামিম ও মুশফিককে মিস করব। দুজনই আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরও আমি বলব, এটা বাকিদের জন্য সুযোগ বাংলাদেশকে জেতানোর।’
টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে আছেন শামীম হোসেন। যাঁর ব্যাটিং ও ফিল্ডিং ঘরোয়া পর্যায়ে সবার নজরে এসেছে। শামীম ও বাকি তরুণেরা জিম্বাবুয়ের কন্ডিশনে কেমন করেন, তা দেখতে চান মাহমুদউল্লাহ, ‘দলে আরও কয়েকজন নতুন প্রতিভাবান ক্রিকেটার দলে এসেছে। ওদের ফিল্ডিং সামর্থ্য অনেক ভালো। সব মিলিয়ে সবই ভালো। সব সংস্করণেই শুরুটা গুরুত্বপূর্ণ। কাল যেন সেই শুরুটা ভালো করতে পারি এই আশা থাকবে।’
বিএসডি/মাজিদ