ক্রীড়া ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও শনিবার ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হোঁচট খাওয়ায় সেমিফাইনালের লড়াইয়ে কিছুটা ব্যাকফুটে তারা। শেষ দুই ম্যাচ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচগুলো জিততে পারলে সেমিফাইনালের পথ মসৃণ হয়ে যাবে। তবে কাজটা মোটেও সহজ হবে না মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
বাংলাদেশ সুপার টুয়েলভে তিন ম্যাচ হারলেও তাদের সহজ প্রতিপক্ষ মনে করছেন না ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ বরাবরই এ ফরম্যাটে কঠিন প্রতিপক্ষ। তাই জেতা যে সহজ হবে না, তা বেশ ভালোভাবে দলকে মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
অধিনায়ক আরো যোগ করেছেন, ‘ম্যাচগুলো আমাদের জিততেই হবে। গতকালের রান রেট আমাদের কিছুটা ভোগাবে। তবে আমরা যদি শেষ দুটি ম্যাচ দাপট দেখিয়ে জিততে পারি তাহলে ভালো করা সম্ভব হবে।’
বিশ্বকাপে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল। দুটি সিরিজই তারা হেরেছে ৪-১ ব্যবধানে। তবে ওই ফল নিয়ে খুব একটা চিন্তিত নন ফিঞ্চ, ‘আমি মনে করি ওই ফলগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। বেশিরভাগ খেলোয়াড় অনেক বছর ধরে একসঙ্গে খেলছে। সেটা ভিন্ন ফল হোক না কেন। আমি খুব সহজভাবেই এটা দেখছি।’
বিএসডি/এসএসএ