বিনোদন ডেস্ক:
দক্ষিণ ভারতের সুপারস্টার ধানুশ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘কারনান’ আসছে বাংলায়। দর্শক চাহিদা ও জনপ্রিয়তার কথা মাথায় রেখে সিনেমাটি বাংলা ডাবিং নিয়ে আসছে ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গ’। মাসের সেরা ছবি হিসেবে বঙ্গর দর্শকরা আগামীকাল থেকে ছবিটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক মারি সেলভারাজ পরিচালিত গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির তামিল নাম ‘কারনান’, যা বাংলা ভাষায় ডাব হয়ে মুক্তি দেয়া হবে ‘বিদ্রোহী’ নামে।
সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও ভার্সেটাইল অভিনেতা ধানুশ ও রাজিশা বিজয়ন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লক্ষী প্রিয়া চন্দ্রমৌলি, আজহাগাম পেরুমাল, জিএম কুমার, গৌরি জি কিশান, ইয়োগি বাবু, নটরাজন সুব্রামানিয়াম প্রমুখ।
তামিল ব্লকবাস্টার সিনেমা কারনান ২০২১ সালের ৯ এপ্রিল মুক্তি পায়। গ্রামীণ প্রেক্ষাপটে শোষণ, বঞ্চনা, জাতিভেদ, সংস্কার, প্রেম ও দ্বন্দ্ব, সর্বোপরি উঁচুজাতের মানুষের সঙ্গে সংঘর্ষ নিয়ে নির্মাণ হয়েছে কারনান। গল্পের শুরুতে একটি ছোট মেয়েকে রাস্তার মাঝে অসহায় অবস্থায় মারা যেতে দেখা যায়। তার আশপাশ দিয়ে অনেক যানবাহন চলে গেলেও কেউ মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসে না।
এ মৃত মেয়েটি পরবর্তী সময়ে কাট্টু পেঁচি নামক দেবীতে রূপ নেয়। এদিকে হতদরিদ্র গ্রামের সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার যুবক কারনান গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট মেনে নিতে পারে না। তাই সে পাশের গ্রামের প্রভাবশালী ব্যক্তি ও বাসমালিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কারনান ও গ্রামবাসীর কী হয়? সেই মৃত মেয়েটির সঙ্গেইবা কারনানের কী সম্পর্ক? এমন সমীকরণ নিয়ে এগিয়েছে কারনানের গল্প।
এ বিষয়ে বঙ্গ’র হেড অব লাইসেন্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্যারোলিন হপনার বলেন, দর্শকদের জন্য বঙ্গ এ বছর এমন আরো অনেক ব্লকবাস্টার আনার পরিকল্পনা করেছে, যা প্রতি মাসে মুক্তি পাচ্ছে।
বিএসডি/ এমআর