ক্রীড়া ডেস্ক,
পাকিস্তানের ২২ বছর বয়সী ক্রিকেটার আজম খান অনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন। এক পেসারের বাউন্সারে আঘাত পান তিনি। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি খেলা হচ্ছে না তার। কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খানের। বৃষ্টিতে ভেসে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি রয়েছে সিরিজের আর তিন ম্যাচ। আজ গায়ানায় দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা রয়েছে।
শুক্রবার অনুশীলনে এক পেসারের বাউন্সারে মাথায় আঘাত পান ডানহাতি ব্যাটসম্যান। মাথায় হেলমেট ছিল বলে বড় বিপদ হয়নি। তবু সতর্কতামূলক কারণে আজমকে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নেয়া হয়েছে।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিউরোসার্জন আজমকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। সোমবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। তৃতীয় ম্যাচও খেলা হচ্ছে না।
পিসিবি ধরে নিয়েছে, সিরিজের চতুর্থ ম্যাচও খেলা হবে না তার। নিরাপদে রাখতেই তার ওপর চাপ দেবে না টিম ম্যানেজমেন্ট।
বিএসডি/আইপি