নিজস্ব প্রতিবেদক,
রাঙামাটির বাঘাইছড়িতে লকডাউন বাস্তবায়নে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও সতর্ক করছে প্রশাসন।
শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাঘাইছড়ি সহকারী কমিশনার (ভূমি) অ্যাসিল্যান্ড ফারহানুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। এ সময় অপ্রজনীয়ভাবে ঘুরাঘুরি করা, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, হেলমেটবিহীন গাড়ি চালানো, এক মোটরসাইকেলে তিনজন যাত্রী নেওয়ার অপরাধে মোট ৪টি মামলায় আর্থিক জরিমানা আদায় করা হয়।
বেশকিছু দোকান মালিককে মৌখিকভাবে সর্তকও করেন অ্যাসিল্যান্ড ফারহানুর রহমান।
বিএসডি/আইপি