বিশেষ প্রতিবেদক,
ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর দিলেন অস্ট্রেলিয়ার একদল গবেষক ।
ডায়াবেটিস রোগীদের জন্য ব্যাথামুক্তভাবে রক্তের সুগার পরীক্ষার নতুন যন্ত্র আবিস্কার করেছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক ও বিজ্ঞানী।
এই প্রকল্পের জন্য ৪৭ লাখ ডলার অর্থায়ন করেছে দেশটির সরকার। মুখের লালার মাধ্যমে যন্ত্রটি রক্তের গ্লুকোজ পরিক্ষা করবে নিশ্চিত করা হয় ।
অস্ট্রেলিয়ার নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পল দাস্তর জানিয়েছেন, রোগীদের লালায় গ্লুকোজ থাকে সেটাই পরবর্তীতে ছড়ায় রক্তে। সূচের ব্যাথা হতে রক্ষায় প্রতিদিন যাদের ৫-৬ বার রক্তের সুগার লেভেল জানার প্রয়োজন হয় তাদের কথা মাথায় রেখেই নতুন এই উদ্ভবন। যন্ত্রটি উদ্ভাবনের কারনে যন্ত্রনামুক্তভাবে এবং সল্প খরচে রক্তের গ্লুকোজ শনাক্ত করা যাবে। নতুন এ প্রযুক্তির সাহায্য নিয়ে কোভিড ১৯, অ্যালার্জি, হরমোন, ও ক্যান্সার পরিক্ষা করা যেতে পারে বলেও জানান তিনি।
বিএসডি/সাজ্জাদ/মুছা