নিজস্ব প্রতিনিধি,
আম-কাঁঠালের সঙ্গে বাজারে আসতে শুরু করেছে আরেক মৌসুমি ফল আমড়া। প্রোটিন, ক্যলসিয়াম ও আয়রনসমৃদ্ধ সবুজ রঙের এই ফল। টকমিষ্টি স্বাদের ফলটি অনেকের প্রিয়।
বুধবার (২৮ জুলাই) সকালে শন্তিনগর মোড় ও সেগুনবাগিচার প্রভাতী বাজারে ভ্রাম্যমাণ দোকানিদের নিকট সবজির পাশাপাশি আমড়া বিক্রি করতে দেখা গেছে। মান ও আকারভেদে প্রতি কেজি আমড়া ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতারা নিত্যপণ্যের সঙ্গে আমড়া কিনছেন।
আমড়ার উপকারিতা সম্পর্কে জানা যায়, এই ফল খেলে দাঁতের মাড়ি শক্ত হয় এবং দাঁদের ব্যাথা ও মাড়ি ফুলে উঠা রোগ প্রতিরোধে সহায়তা করে।
এছাড়া, ত্বকের সতেজতায় এই ফল ব্যাপক উপকারী। মুখের রুচি বৃদ্ধিতে সহায়তা করে আমড়া। এছাড়া, বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে বেশ উপকারী এই ফল।
বিএসডি/এমএম