বাজারে শীতের সবজি চলে আসায় প্রায় সবজির দাম কমছে, তবে পেঁয়াজ ও আলুর দামে মিলছে না স্বস্তি। বেড়েছে টমেটোর দামও।
আজ সোমবার (১৩ নভেম্বর) কাওরান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। এদিকে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০, আলু ৫০, শিম ৬০, মূলা ৬০, শালগম ৮০, মরিচ ১০০, মিষ্টি কুমড়া ৬০, শশা ৬০, বরবটি ৮০, পেপে ৩০, পেঁয়াজ পাতা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, বড় ফুলকপি প্রতি পিস ৪০/৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০/৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একজন সবজি বিক্রেতা বলেন শীতের সবজি এসে পরায় সব্জির দাম কিছুটা কমেছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, তেলাপিয়া মাছ প্রতি কেজি ২০০ টাকা, পাঙ্গাস মাছ ১৫০-১৭০, রুই ৩০০-৩৫০, পাবদা ৩৫০-৪০০, গলদা চিংড়ি আকার ভেদে ৬০০-৯০০, শিং মাছ ৪০০-৪২০, আইড় ৭০০, শোল ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১ কেজি সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়।
এ প্রসঙ্গে মাছ বিক্রেতা জালাল মিয়া জানান হরতাল- অবরোধের কারনে দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ তুলনা মুলক ভাবে কম সরবরাহ হচ্ছে এবং পরিবহন ভাড়াও বেশি। সব মিলিয়ে মাছের বাজার চড়া।
অন্যদিকে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০, সোনালী মুরগি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭২০ ও খাসির মাংস ১০৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিএসডি/ এফ এ