বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে চায় না, মেগা প্রকল্পের কথা বলে তারা মেগা দুর্নীতি করছে। বিদেশে বাড়ি করছে, টাকা পাচার করছে। তারা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিতে চায়।’
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা প্রয়াত ফজলুল হক আছপিয়ার শোকসভায় যোগদান করতে এসে সুনামগঞ্জের গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘১০ টাকা দরে চাল দেওয়ার কথা বলে ৭০ টাকা দরে চাল খাওয়াচ্ছে সরকার। এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায় না। তারা ব্যস্ত রয়েছে কীভাবে কোথায় দুর্নীতি করা যায় তা নিয়ে।’
তিনি বলেন, ‘নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ফেরাতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হচ্ছে।’
এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, নাছির উদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএসডি / আইকে