স্পোর্টস ডেস্ক
একেবারে ভুলে যাওয়ার মতো একটি বছর কাটাচ্ছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভারতের ধবলধোলাইয়ের পর তার ফর্ম নিয়ে জোরালো আলোচনা চলছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি বছর ৮ টেস্টে ২২৭ রান করেছেন কোহলি, গড় মাত্র ১৫। এমন বাজে ফর্মের জন্য তাকে টেস্ট র্যাঙ্কিংয়ে বড় খেসারত দিতে হয়েছে।
আজ (বুধবার) পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কোহলি ৮ ধাপ পিছিয়ে গেছেন। ফলে বর্তমানে তার অবস্থান ২২ নম্বরে, রেটিং পয়েন্ট ৬৫৫। ২০১৪ সালের পর এই প্রথম সেরা ২০–এর মধ্যেও জায়গা হয়নি সাবেক এই ভারতীয় অধিনায়কের।
গতকাল ৩৬ বছর বয়সে পা রেখেছেন কোহলি, আর এরপরই পেলেন বাজে ফর্মের পুরস্কার। ২০১৬ ও ২০১৮ সালে টেস্ট ফরম্যাটের নিজের ক্যারিয়ারসেরা দুটি বছর কাটিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ওই সময়ে তিনটি ফরম্যাটেই শীর্ষ তালিকায় থাকা যেন তিনি নিয়মেও পরিণত করেন। ২০১৮ সালে প্রথম কোনো ভারতীয় ব্যাটার হিসেবে তিন ফরম্যাটের র্যাঙ্কিংয়েই নম্বর ওয়ান ব্যাটার হন কোহলি।
তার মতো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও পিছিয়েছেন টেস্ট র্যাঙ্কিংয়ে। দুই ধাপ অবনতির পর তিনি রয়েছেন টেস্ট ব্যাটিংয়ের ২৬ নম্বরে। তবে ভারতের হোয়াইটওয়াশ নিশ্চিত করা মুম্বাই টেস্টে ভালো ব্যাটিং করা রিষাভ পান্ত ব্যাটারদের তালিকায় শীর্ষ দশে উন্নীত হয়েছেন। ৫ ধাপ এগিয়ে তার অবস্থান ছয়ে। এ ছাড়া নিউজিল্যান্ড অলরাউন্ডার ড্যারিল মিচেল ৮ ধাপ এগিয়ে আছেন সাতে। ভারতকে ধবলধোলাইয়ের সিরিজে সেরা ক্রিকেটার হওয়া উইল ইয়াংয়ের এগিয়েছেন ২৯ ধাপ, আছেন ৪৪তম স্থানে। গ্লেন ফিলিপিস তিন ধাপ এগিয়ে ৪২ নম্বরে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজটি গেছে প্রোটিয়াদের দখলে। সেখানে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পাওয়া ত্রিস্তান স্টাবস (২৭ ধাপ এগিয়ে ৭১তম), টোনি ডি জোর্জি (৩২ ধাপ এগিয়ে ৩৮তম) ও উইয়ান মুল্ডারের (১৯ ধাপ এগিয়ে ৭৫তম) র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তবে বাংলাদেশের ব্যাটারদের কোনো উন্নতি হয়নি। সিরিজজুড়ে তারা ছিলেন ব্যর্থ। বাংলাদেশের মধ্যে বর্তমানে সেরা অবস্থান মুশফিকুর রহিমের (৩১তম)।
যদিও টেস্ট ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষ দুইয়ে আছেন ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ভারতের যশস্বী জয়সওয়াল (চারে) এক ধাপ নিচে নেমে যাওয়ায় এখন তিনে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। পাঁচে যথারীতি অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। বোলারদের র্যাঙ্কিংয়েও যথারীতি শীর্ষ তিনে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ।