খেলাধূলা প্রতিনিধি:
ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের ভূয়সী প্রশংসা করেছেন।
ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া হরভজন সিং বলেছেন, পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম ভবিষ্যৎ কিংবদন্তি।
বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। ইতোমধ্যে ২৩টি সেঞ্চুরি করেছেন বাবর।
পাকিস্তানের এই তারকা ওপেনার আইসিসির বর্তমান টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা পাঁচে আছেন।
২৭ বছর বয়সী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এ সময়ের সেরা ৫ ক্রিকেটারের একজন। সেরাদের কাতারে আছেন ভারতের সদ্য সাবেক হওয়া অধিনায়ক বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ আর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বাবর আজম প্রসঙ্গে ভবিষ্যদ্বাণী করে হরভজন সিং বলেন, সেরা চার তথা ফ্যাব ফোরে বাবর নিজেকে রাখতে পারবেন। তিনি অনেক আত্মবিশ্বাস ও কৌশলের অধিকারী একজন ব্যাটসম্যান। ভবিষ্যতে তিনি ক্রিকেটের একজন কিংবদন্তি হবেন।
ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে আর ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে সবমিলে ৭১১ উইকেট শিকার করেন হরভজন সিং। আর ব্যাট হাতে দুই সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে করেছেন ৩ হাজার ৫৬৯ রান।
ক্রিকেট থেকে অবসরে যাওয়া হরভজন সিং সম্প্রতি পাঞ্জাব থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় সংসদের নিম্নকক্ষ তথা রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন।
৪১ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার বাবর আজমের প্রশংসা করে বলেন, বাবর আজম প্রতিভার দিক থেকে অন্য কারো চেয়ে কম নয়। এখন তার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলানো ঠিক হবে না। তাকে জাতীয় দলের হয়ে আরও বেশি খেলা উচিত এবং রান করা উচিত।
বিএসডি/ এমআর