নিজস্ব প্রতিবেদক
জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন- বায়রা অফিসে ভাঙচুরের অভিযোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে সর্তক করেছে বিএনপি।
শনিবার (১২ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নোটিশে তাকে সর্তক করা হয়।
ওই নোটিশে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর খন্দকার আবু আশফাক দলবলসহ বায়রার নির্বাহী কমিটির সভায় প্রবেশ করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য কেন্দ্র থেকে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর সমন্বয়ে গঠিত দুই সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়। তদন্ত শেষে তারা লিখিত প্রতিবেদন কেন্দ্রে জমা দিয়েছেন।
এতে বলা হয়, ব্যবসায়িক স্বার্থে দলকে ব্যবহার করা সমীচিন হয়নি। নিজেদের ব্যবসায়িক স্বার্থের জন্য দলের প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি চরম অনৈতিক ও সংগঠন বিরোধী কাজ। এ অসদাচরণের জন্য দল বিব্রত হয়েছে।
ভবিষ্যতে এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য আপনাকে সতর্ক করা হলো।