নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার বালুরমাঠ এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ, কাঁচা এবং রান্না খাবার একসঙ্গে রাখায়, ফিরনির কাপের গায়ে মূল্য না থাকার অপরাধে তাদের এ জরিমানা করা হয়।
এ ছাড়া শহরের নিতাইগঞ্জ এলাকায় পণ্যের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকার অপরাধে নূরানী চানাচুর ও বিস্কুট কারখানাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০২ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মো. সেলিমুজ্জামান বলেন, ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ, কাঁচা এবং রান্না খাবার একসঙ্গে রাখায় এবং খাবারের মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পণ্যের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকায় নূরানী চানাচুর ও বিস্কুট কারখানাকে ৩৭ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে।
বিএসডি/এমএম