খেলাধূলা প্রতিনিধি:
আট বছরের ক্যারিয়ারের ইতি টেনে বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্ত লেভানদস্কি। সোমবার এক বিবৃতিতে বায়ার্নে আর না খেলার কথা জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই পোলিশ তারকা। সামনের মৌসুমে কোন ক্লাবে যোগ দিবেন সেটা এখনি খোলাসা করতে রাজি নন তিনি।
নিজ দেশ পোল্যান্ডের হয়ে খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন তিনি।
সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বায়ার্নের হয়ে আর না খেলার ব্যাপারে লেভানদোস্কি বলেছেন,’বায়ার্নে আমার যুগ শেষ হয়ে গেছে। বায়ার্নে খেলা চালিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা দেখছিনা। আমি সেখানে আর খেলতে চাইনা। একটি ট্রান্সফার খুব ভাল সমাধান। আশা করি তাঁরা আমাকে আটকাবে না। লেভানদোস্কির এমন মন্তব্যে ধরে নেওয়া যায়, বায়ার্নে সে খুশি নয়। তাঁর সম্ভাব্য গন্তব্য হতে পারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
আট মৌসুমে বায়ার্নের হয়ে ৩৭৫ ম্যাচ খেলে করেছেন ৩৪৪টি গোল। জিতেছেন ৮টি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগসহ জার্মান কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপের মত ট্রফি।
বিএসডি/ এমআর