নিজস্ব প্রতিবেদক,
বিআরটিসি বাসে করে খুলনায় পাচারকালে ৩৫টি কচ্ছপ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। যদিও কচ্ছপগুলোর সঙ্গে কাউকে পাওয়া যায়নি। শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরীর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপাতলীতে অভিযান চালিয়ে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রী বসার সিটের নিচ থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ দুপুরে কোতোয়ালি মডেল থানা চত্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞার উপস্থিতিতে বরিশাল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধারকৃত ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কাশিপুর বন বিভাগের ছয় একর জমির ওপর একটি পুকুর রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক সেখানে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে। প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কচ্ছপগেুলো বিকেল সাড়ে ৪টার দিকে অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসডি/ আইপি