বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি রাজনীতির অন্যতম প্রধান বাধা উল্লেখ করে ওবায়দুর কাদের বলেন, জনগণ কী চায় আর কী চায় না, এর মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধানসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।
বিএনপিকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।
বিভিন্ন জেলায় বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে, বিএনপি নেতাদের এমন দাবিকে অপপ্রচার বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তাঁদের মিথ্যাচার সর্বজনবিদিত। বাধা তো নয়ই বরং সরকার সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে বিএনপি এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারত কি? তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো তাদের স্বভাব।
বিএসডি/ এলএল