ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাকে আটকের বিষয়টি ডিবির মতিঝিল বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ বলেছেন, খায়রুল কবিরকে আটক করা হয়েছে। তবে কোন মামলায়, কোন অভিযোগে আটক করা হয়েছে তা জানাননি তিনি।
হত্যা মামলায় বিএনপির খায়রুল কবির খোকনের জামিন বহাল
খোকনকে আটকের বিষয়ে তার সহধর্মিণী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেছেন, বুধবার( ২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মিরপুর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ের ভাইয়ের বাসা থেকে খায়রুল কবিরকে আটক করা হয়েছে।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্র জানিয়েছে, খায়রুল কবিরের বিরুদ্ধে নরসিংদীর মামলার ওয়ারেন্ট আছে। ঢাকাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানায়নি ডিবি।
বিএসডি / এলএম