নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজাকার সমর্থিত সরকার প্রতিষ্ঠায় বিএনপি-জামায়াত নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে তালেবানি সরকার কায়েমে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আন্দোলনের নামে দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তারা চায় অস্বাভাবিক সরকার।’
আজ শনিবার দুপুরে ফেনী শহরের একটি গণমিলানায়তনে জাসদের চট্টগ্রাম বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘বঙ্গবন্ধুকে অস্বীকারকারী, মুক্তিযুদ্ধকে অস্বীকারকারী, ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনাকারী বিএনপি-জামায়াতকে এ দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।’
তিনি বলেন, ‘বিএনপি জামায়াতের সকল অপশক্তি রুখে দিতে মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী লুটেরা দল আর কোনোদিন যেন ক্ষমতায় আসতে না পারে। বাংলাদেশে আর কোনোদিন রাজাকার সমর্থিত সরকার হতে দেওয়া যাবে না।’
ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হাসান জুয়েলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নুরুল আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মির্জা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী ও জসিম উদ্দিন বাবুল প্রমুখ।
এসময় জানানো হয়, জাসদ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সারাদেশের সকল বিভাগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে। তারই আলোকে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা হচ্ছে।
বিএসডি/কাফি