নিজস্ব প্রতিবেদক:
অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির চলমান কর্মসূচিতে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নেবে বলে সর্তক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার দাবিতে বিএনপি নানা কর্মসূচি পালন করছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দোয়া মাহফিল করতে পারে, মানববন্ধন করতে পারে; তারা পলিটিক্যাল পার্টি, তারা তাদের কর্মসূচি দিতে পারে। কিন্তু মানুষের জানমাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকবে।
আসাদুজ্জামান খান বলেন, তারা যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন, কিংবা জানমালের ক্ষতি করেন তাহলে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী ছাড় দেবে না।
৭৬ বছর বয়সি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আরথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ১৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেছে বিএনপি। সরকারের কাছে তাদের দাবি, খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক।