অর্থনীতি ডেস্ক:
পুঁজিবাজারে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সূচকের নিম্নমুখি প্রবণতায় লেনদেন শুরু হলেও পরবর্তী সময়ে তা উত্থান ধারায় ফিরেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, লেনদেন চলাকালীন ২ কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে। যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে সেগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স।
জানা গেছে, বুধবার অলিম্পিক ইন্ডাস্ট্রিজ শেয়ার দর ছিল ১৮৫.৫০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২০৪ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ১৮.৫০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স: আগের দিন কোম্পানির দর ছিল ৬২.২০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৬৮.৪০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ৬.২০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এভাবে কোম্পানিগুলোর শেয়ার দর বেড়ে এক পর্যায়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।
বিএসডি/আইপি