বেরোবি প্রতিনিধি:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১১ শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার ফেলোশিপ পাচ্ছেন চারটি ক্যাটাগরিতে মোট দুই হাজার ৪৮৮ শিক্ষার্থী। এর মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৮৮ জন, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭৬ জন, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৮২২ জন এবং নবায়ন ক্যাটাগরিতে ৪২ জন।ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপ পাওয়া বেরোবির ৭ শিক্ষার্থী হলেন, গণিত বিভাগের শিক্ষার্থী অন্তরা কাজি, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খুরশিদ জাহান, আশরাফুন্নেছা, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাবনাজ পারভিন ও হোমায়রা সুলতানা রুপা।
জীব বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপ পাওয়া বেরোবির ৪ শিক্ষার্থী হলেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোকনুজ্জামান, রাহি শেখ কনিকা, সাবিনা ইয়াসমিন, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নাজনিন নাহার লিসা।
প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ অনুদান প্রদান করা হচ্ছে।
বিএসডি/সাজু/আইপি