নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৮ মাস পর মহামারি করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আসায় ১ মোহররম থেকে সীমিত পরিসরে বিদেশিদের ওমরাহ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ আগস্ট) রিয়াদ কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব লোক করোনা ভাইরাস প্রতিরোধী দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন, এবার কেবল তাদেরকে ওমরাহ করার অনুমতি দেওয়া হচ্ছে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানায়, ওমরাহ করা ও মক্কার পবিত্রতম মসজিদে নামাজ আদায়ের জন্য কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক। যেসব মানুষ টিকা গ্রহণ করেননি তারা ওমরাহ পালনের অনুমতি পাবেন না। আর যারা ওমরাহ করার অন্তত ১৪ দিন আগে দুই ডোজ করোনা প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন বা যেসব লোক কোভিড থেকে সেরে উঠেছেন তারাই ওমরাহ করার অনুমতি পাবেন।
ওমরাহতে যেতে যা কিছু সঙ্গে থাকতে হবে-
কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের কার্ড বা সার্টিফিকেট অবশ্যই সঙ্গে থাকতে হবে। এর পাশাপাশি করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই সাথে থাকতে হবে। এমনকি সেই সার্টিফিকেট সৌদি আরবের হজ ও উমরাহ মিনিস্টারের নির্ধারিত এজেন্সির অধীনে হতে হবে। এছাড়া হ্যান্ড সেনিটাইজার, মাস্ক করোনা প্রতিরোধক সব কিছুই সঙ্গে থাকতে হবে।
ওমরাহ পালনের শর্তগুলো অবশ্যই পূর্ণ করতে হবে।
যেমন-
১. বয়স সীমা ৬৫ বছর। এর বেশি বয়সের কেউ ওমরাহ করতে পারবেন না।
২. ১২ বছরের নিচের কেউ ওমরাহ পালন করতে পারবেন না।
৩. গর্ভবতী কোনো মহিলা ওমরাহ আদায়ে যেতে পারবেন না।
৪. স্বাস্থ্যের অবস্থা যাদের খারাপ বা যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা ওমরাহ পালন করতে পারবেন না।
৫. মেডিক্যাল চেক আপ আপডেট থাকতে হবে।
৬. এমএমআর সৌদি সরকারের অনুমোদিত এজেন্টের কাছ থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।
৭. করোনা উপসর্গ নিয়ে কেউ পবিত্র মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবেন না।
বিস্তারিত জানতে আপনার নিকটতম এজেন্টের সঙ্গে যোগাযোগ করার কথাও শর্তে বলা হয়েছে। এছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহ ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত জানা যাবে।
সূত্র : আরব নিউজ, আল-জাজিরা, বিবিসি নিউজ
বিএসডি/এমএম