নিজস্ব প্রতিবেদক:
এবারের বিপিএলের আসরের প্রথম দিন ঢাকার বিপক্ষে ১৮৩ রানের বড় সংগ্রহ তাড়া করে জিতেছিল খুলনা টাইগার্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনার সামনে ১৯১ রানের লক্ষ্য। শুরুতে ব্যাট করে খুলনার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তাণ্ডব চালান কেনার লুইস ও উইল জ্যাকস। প্রথম ওভার থেকে দুই ওপেনার তুললেন ২৩ রান। যা বিপিএলের প্রথম ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। তাদের এই জুটির স্থায়িত্ব ছিল ৯ বলের, যেখানে উঠেছে ২৯ রান। জ্যাকসের(১৭) বিদায়ে ভাঙে এই জুটি। এরপর ব্যক্তিগত ২৫ রানে ফেরেন লুইস। আফিফ টিকলেন ১৩ বল, করলেন ১৫ রান।
এরপর ৪৮ মিরাজকে নিয়ে ৪৮ রাঙের জুটি গড়েন সাব্বির। দলীয় ১১৭ রানে ব্যক্তিগত ৩০ রানে ফেরেন মিরাজ। সাব্বির ফিরেন ৩২ রানে। শেষদিকে বেনি হাওয়েলের তাণ্ডবে এই বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর ১৯০ রান তোলে চট্টগ্রাম। জিততে হলে খুলনার টার্গেট ১৯১ রান।
আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে খুলনা। তিন বিদেশি থিসারা পেরেরা, আন্দ্রে ফ্লেচার ও নাভীন উল হককে নিয়ে একাদশ সাজিয়েছে খুলনা। চট্টগ্রাম একাদশে এক পরিবর্তন, মুকিদুল ইসলাম মুগ্ধর পরিবর্তে দলে এসেছেন রেজাউর রহমান। মিরাজের দলে তিন বিদেশি হলেন পেস অলরাউন্ডার বেনি হাওয়েল, ব্যাটসম্যান উইল জ্যাক ও টপ অর্ডার ব্যাটসম্যান কেনার লুইস।
খুলনা টাইগার্স:
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজীদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভীন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, নাইম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, রেজাউর রহমান ও নাসুম আহমেদ।
বিএসডি/ এলএল